জুমবাংলা ডেস্ক : আধিপত্যবাদী ভারতীয় মিডিয়া ও উগ্র হিন্দুদের বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র এবং অপপ্রচারের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে বগুড়ার সচেতন নাগরিক সমাজ।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এই প্রতিবাদ সমাবেশে অংশ নেন বগুড়ার পেশাজীবী সাংবাদিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
জ্যৈষ্ঠ সাংবাদিক মীর সাজ্জাদ আলী সন্তোষের সভাপতিত্বে এবং দৈনিক দুরন্ত সংবাদের সম্পাদক ও বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুজ শাহ লোটাসের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো প্রধান মহসিন আলী রাজু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মির্জা সেলিম রেজা, সাংবাদিক আবুল কালাম আজাদ, মামুনুর রশিদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বাংলাদেশের সম্প্রীতি বিনষ্টের লক্ষে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। যাদের সাথে সম্পর্ক হবে বন্ধুত্বের, গোলামীর নয়। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে ১৯৭১ সালে আমরা পাকিস্তানি আধিপত্যের অবসান ঘটিয়েছি।আর ভারতীয় আধিপত্যের অবসান হয়েছে গত ৫ আগস্টে। সময় এসেছে ভারতের ভূমিকা পরিবর্তনের।
তারা আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের মানুষ আজ ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হয়েছে। যার মাধ্যমে রুখে দেওয়া হবে সকল ধরনের ভারতীয় আগ্রাসন। এছাড়াও ভারতীয় মিডিয়ায় বিশেষ করে পশ্চিমবঙ্গে যেভাবে বাংলাদেশের সম্প্রীতি বিনষ্টের লক্ষে সংখ্যালঘুদের নিয়ে মিথ্যাচার ছড়ানো হচ্ছে। তার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে তা বন্ধ করার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনকে আহ্বান জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।