ভারতীয় ক্রিকেটে নেমে এলো শোকের ছায়া। মারা গেছেন দেশটির ক্রিকেট প্রশাসনের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, সাবেক বিসিসিআই ও পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের (পিসিএ) সভাপতি আই এস বিন্দ্রা। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোববার (২৫ জানুয়ারি) ৮৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।তথ্য ইন্ডিয়া টুডের।

ভারতীয় ক্রিকেট প্রশাসনে এক সময়ের প্রভাবশালী মুখ ছিলেন বিন্দ্রা। দূরদৃষ্টি ও নেতৃত্বগুণের জন্য তিনি ব্যাপকভাবে সম্মানিত ছিলেন। সাবেক বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়ার সঙ্গে তিনি এগিয়ে নিয়েছেন ভারতীয় ক্রিকেটকে। আধুনিক ক্রিকেটের আর্থিক ও বাণিজ্যিক কাঠামো গড়ে তোলায় তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক প্রকাশ করে বলেন, ‘সাবেক বিসিসিআই সভাপতি ও ভারতীয় ক্রিকেট প্রশাসনের এক স্তম্ভ আই এস বিন্দ্রার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার রেখে যাওয়া পরম্পরা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ওম শান্তি।’
১৯৭৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিন্দ্রা। এই সময়ে পাঞ্জাবে ক্রিকেট অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তার তত্ত্বাবধানেই নির্মিত হয় মোহালি ক্রিকেট স্টেডিয়াম, যা বর্তমানে ভারতের অন্যতম সেরা আন্তর্জাতিক ভেন্যু হিসেবে পরিচিত। তার অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালে স্টেডিয়ামটির নামকরণ করা হয় ‘আই এস বিন্দ্রা স্টেডিয়াম’।
বাংলাদেশি সব সাংবাদিকের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি বিসিসিআইয়ের সভাপতির দায়িত্বে ছিলেন। জগমোহন ডালমিয়ার সঙ্গে যৌথভাবে ১৯৮৭ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারত আয়োজনে তার অবদান ছিল ঐতিহাসিক। তার মৃত্যুতে ভারতীয় ক্রিকেট প্রশাসনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


