আন্তর্জাতিক ডেস্ক : সপ্তাহের শুরুতেই ভারতীয় রুপি (Indian Rupee) বিরাট ধাক্কা খেলো। একধাক্কায় ৬ পয়সা পতন হয়ে এবার আলোচনার শিরোনামে রুপি। ২৭ মে, সোমবার দিনের শুরুতে রুপির মূল্য দাঁড়িয়েছিল ৮৫.১৫ টাকা প্রতি ডলার, যা গতদিনের ক্লোজিং রেট ৮৫.০৯ টাকার থেকে অনেকটাই নীচে। সূত্র বলছে, মূলত তেলের আমদানির জন্যই ডলারের হঠাৎ চাহিদা বেড়ে গিয়েছে। ফলে রুপির দাম তলানিতে ঠেকছে।
বিশ্ববাজারে দিনের পর দিন ব্রেন্ট ক্রুডের দাম তলানিতে ঠেকছে। সূত্র বলছে, সোমবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ছিল প্রতি ব্যারেল ৮৪.৫৮ ডলার, যা গত দিনের তুলনায় প্রায় ১৬ সেন্ট কম।
এর ফলে ভারতের তেল বিপণন সংস্থাগুলি আগাম ডলার কিনে রাখতে শুরু করেছে, যাতে আমদানির মূল্য কিছুটা সামাল দেওয়া যায়। আর এজন্যই বাজারে ডলারের চাহিদা বেড়ে গিয়ে রুপির মূল্য তলানিতে ঠেকছে।
তবে বেশ কিছু বিশেষজ্ঞ বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক নীতি এবং বাণিজ্যের ঘাটতি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে এখন সংশয় সৃষ্টি হয়েছে। তবে এদিন ডলারের সূচক কিছুটা হলেও দুর্বল হয়েছে। আর ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের মান পরিমাপের সূচক দাঁড়িয়েছে ৯৮.৮৬৬, যা গতদিন ৯৮.৯৩-এর তুলনায় সামান্য পতন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।