Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আধা সামরিক বাহিনী ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) ৪৫ ব্যাটেলিয়নে গোলাগুলির ঘটনা ঘটেছে। সীমান্ত এই পুলিশ বাহিনীর গোলাগুলিতে অন্তত ৬ কর্মকর্তা ও জওয়ান নিহত এবং আরও দু’জন আহত হয়েছেন।দেশটির পুলিশ বুধবার এই তথ্য জানিয়েছে। খবর নিউজ ১৮, টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ মহাপরিদর্শক সুন্দররাজ পি জানান, নারায়ণপুরের আইটিবিপি’র ৪৫ তম ব্যাটালিয়নের কাদেনার শিবিরে এই এই ঘটনা ঘটেছে।
তিনি আরো বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী এক জওয়ান নিরাপত্তার কাজে থাকা তার অস্ত্র দিয়ে সহকর্মীদের ওপর গুলি চালায়। এতে ৪ জন নিহত ও অপর ৩ জন আহত হয়েছে। পরবর্তীতে ওই জওয়ানও নিহত হন।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.