স্পোর্টস ডেস্ক : সিডনিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের ৩য় টেস্টে সমর্থকদের বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভারতীয় ক্রিকেটাররা। দুই পেসার মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহকে উদ্দেশ্য করে সমর্থকরা বর্ণবাদী মন্তব্য করেছেন বলে জানিয়েছে দলটি।
এসময় বেশ আজেবাজে ভাষায় তাদেরকে গালিগালাজ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ভারতীয় ক্রিকেটাররা।
ম্যাচ শেষে আম্পায়ার পল রেইফার ও পল উইলসনের কাছে এ বিষয়ে অভিযোগ করেছেন অধিনায়ক আজিঙ্কা রাহানের নেতৃত্বে ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটার। পরে ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভারতীয়রা।
ম্যাচের ২য় ও ৩য় দিনে সমর্থকরা কয়েক দফায় তাদেরকে নিয়ে নানা বাজে মন্তব্য করেন বলে জানা গেছে।