চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা সীমান্তে বিজিবির প্রত্যক্ষ সাহায্যে ও তত্বাবধানে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে কেটে আনা হচ্ছে প্রায় ৩ হাজার বিঘা বাংলাদেশি জমির ইরি-বোরো ধান। চাঁপাইনবাবগঞ্জে ৫৯’বিজিবি ব্যাটালিয়নের (রহনপুর ব্যাটালিয়ন) ভোলাহাট বিলভাতিয়া বিওপি’র অধীনে ভাতিয়া বিল নামক মাঠে প্রতিবছরের মতো চলতি মৌসুমেও ধান চাষ করে ভোলাহাটের বিলভাতিয়া ও শিয়ালমারা গ্রামের কৃষকরা। ওই জমির অবস্থানই এমন যে, সেখানে যেতে কৃষকদের ভারতীয় ভূখণ্ড ব্যবহার করতে হয়।
কিন্তু এ মৌসুমে ধান কাটার সময় হলে গত ১৩ মে বাংলাদেশি কৃষকদের ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে ওই মাঠে যাতায়াত করতে নিষেধ করেন বিপরীতে ভারতের ২৪’বিএসএফ ব্যাটালিয়নের পিয়াজবাড়ি কোম্পানি কমান্ডার। তিনি বাংলাদেশি কৃষকদের ওই পথ ব্যবহার করতে নিষেধ করে দেন। ফলে পাকা ধান মাঠে থাকা কৃষকরা মহাসঙ্কটে পড়ে।
এমতাবস্থায় এগিয়ে আসে বিজিবি। সমস্যা সমাধানে বিওপি কমান্ডার, কোম্পানি কমান্ডার ও পরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে দফায় দফায় বৈঠক হয়। বৈঠকে কৃষকদের ভারতীয় ওই পথ ব্যবহার করে যাতায়াতের ব্যাপারে উভয় পক্ষে সমঝোতা হয়। ফলে আবারও শুরু হয় বিজিবির সহায়তায় ওই পথে ট্রাক্টর-ট্রলি ও মহিষের গাড়ি ব্যবহার করে নির্বিঘেœ যাতায়াত ও কাটা ধান নিয়ে আসা। যা অব্যহত রয়েছে।
শনিবার (১৬ মে) বিকেলে ৫৯’বিজিবি অধিনায়ক লেফটেণ্যান্ট কর্নেল মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,সীমান্তে বাংলাদেশি নাগরিকদের কল্যাণে ও বাংলাদেশি স্বার্থ রক্ষায় বিজিবি সম্ভব সকল কিছু করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



