ইউক্রেনে হামলায় ভারতীয় শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনীয় সেনাদের তীব্র লড়াই চলছে। দুই পক্ষের সংঘর্ষের মধ্যে বিস্ফোরণে স্থানীয় সময় মঙ্গলবার (১ মার্চ) এক ভারতীয় শিক্ষার্থী মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এক টুইট বার্তায় এ তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভি’র

জানা গেছে, ভারতীয় ওই শিক্ষার্থীর বাড়ি কর্ণাটকের হাভেরিতে। স্থানীয় সময় মঙ্গলবার (১ মার্চ) রুশ সেনারা ইউক্রেনের একটি সরকারি ভবনে হামলা চালালে নিহত হন তিনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইট বার্তায় জানায়, ভারতের এক শিক্ষার্থী সকালে খারকিভে নিহত হয়েছেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানানো হয় টুইট বার্তায়।

এর আগে খবর পাওয়া যায়, আঞ্চলিক প্রশাসনিক ভবনটিতে মিসাইল হামলা চালানো হয়।