স্পোর্টস ডেস্ক : গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো পাকিস্তানের কাছে হেরেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। যেকোনো ফরম্যাট মিলিয়ে বিশ্বকাপের মঞ্চে সেটাই ছিল পাকিস্তানের কাছে ভারতের প্রথম হার। ১০ উইকেটের পরাজয়ে বিশ্বকাপ শুরু করা ভারত সুপার টুয়েলভের বাধা পার হতে পারেনি। বিশ্বকাপ ব্যর্থতার চেয়েও তাদের জন্য বড় কষ্ট হলো চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে লজ্জাজনক পরাজয়। সেই কাটা ঘায়ে আবারও নুনের ছিটা দিলেন পাকিস্তানের তারকা খেলোয়ার বাবর আজম।
ভারতকে হারানো সেই ম্যাচটাই গত বছরের সেরা মুহূর্ত ছিল বলে উল্লেখ করেছেন পাকিস্তান অধিনায়ক। এক সাক্ষাৎকারে বাবর বলেন, ‘দল হিসেবে আমাদের বড় প্রাপ্তি ছিল ভারতের বিপক্ষে জয়। সেই ১৯৯২ সাল থেকে বিশ্বকাপে ভারতকে হারাতে পারিনি। তাই আমাদের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানো ছিল বছরের সেরা মুহূর্ত। সবচেয়ে বড় তৃপ্তি হলো, গুরুত্বপূর্ণ সময়ে তরুণরা দলের হয়ে দারুণ পারফর্ম করেছে। আমরা এখন তরুণ প্রতিভা তুলে আনতে পারছি।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে ১২টি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। সব ম্যাচেই জিতেছিল ভারত। কিন্তু গত বছর সব হিসাব বদলে দিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি-মোহাম্মদ রিজওয়ানরা। কেউ ভাবতেও পারেনি বিশ্বকাপের হট ফেবারিট শক্তিশালী ভারত হেরে যাবে পাকিস্তানের কাছে। ভারতকে হারানো ছাড়াও পাঁচটি ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান।
সেমিফাইনালে ম্যাথু ওয়েডের অতিমানবীয় ব্যাটিংয়ে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া। পরে তারা নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতে নেয়। সেমিফাইনালের সেই পরাজয় এখনো কষ্ট দেয় বাবরকে, ‘সেমিফাইনালের পরাজয় আমাকে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে। আমরা দল হিসেবে খুব ভালো ক্রিকেট খেলেছিলাম। কিন্তু শেষটা মোটেও ভালো হলো না। এই আক্ষেপ থেকেই যাবে।’
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel