Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ভারতের চেয়ে তিন গুণ বড় প্রতিরক্ষা বাজেট ঘোষণা চীনের
আন্তর্জাতিক

ভারতের চেয়ে তিন গুণ বড় প্রতিরক্ষা বাজেট ঘোষণা চীনের

Saiful IslamMarch 5, 20212 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিরক্ষা খাতে প্রতিবেশি ভারতের চেয়ে তিন গুণ বড় বাজেট বরাদ্দের ঘোষণা দিয়েছে চীন।

শুক্রবার চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এই বিশাল বাজেটের ঘোষণা দেন।

ঘোষণায় তিনি বলেন, ‘প্রেসিডেন্ট শি জিনপিং চান সশস্ত্র বাহিনী আরও শক্তিশালী হয়ে উঠুক। নতুন পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হোক রণকৌশল।’

লি কেকিয়াং বলেন, ‘আমাদের সামরিক প্রশিক্ষণের মান বাড়াতে হবে। যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে।’

২০২০ সালে কোভিড মহামারির মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের অবস্থা ঠিক কতটুকু খারাপ হয়েছিল তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। একটি সূত্রে জানিয়েছে, গত বছর দেশটির জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৩ শতাংশ। বিশ্বে চীনই একমাত্র দেশ যেখানে গত বছর জিডিপি বৃদ্ধি পেয়েছিল।

শুক্রবার প্রধানমন্ত্রী লি কেকিয়াং জানান, ২০২১ সালে তাদের মোট জাতীয় উৎপাদন (জিডিপি) ছয় শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ, মহামারির ধাক্কা দ্রুত সামলে উঠছে বেইজিং।

এদিন ন্যাশনাল পিপলস কংগ্রেসে ২০২১ সালের ওয়ার্ক রিপোর্ট পড়ে শোনান লি কেকিয়াং। তাতে বলা হয়, চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি ছয় শতাংশ অর্জনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।

এ বছর প্রতিরক্ষা খাতে দেশটির বরাদ্দ বেড়েছে ৬ দশমিক ৮ শতাংশ। এর মধ্য দিয়ে টানা ছয় বছর পর প্রতিরক্ষা বরাদ্দ বাড়ালো বেইজিং।

২০২১ সালে যুদ্ধাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জামের পেছনে ২০ হাজার ৯০০ কোটি ডলার ব্যয় করবে বেইজিং।

গত বছর লাদাখে যখন উত্তেজনা তুঙ্গে, তখন ভারতের পাওয়ার গ্রিডে হ্যাক করেছিল চীনারা। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসভিত্তিক কোম্পানি রেকর্ডেড ফিউচার-এর সমীক্ষায় উঠে এসেছে এমন তথ্য। এর প্রতিক্রিয়ায় মার্কিন কংগ্রেসম্যান ফ্রাঙ্ক প্যালোন টুইট করে বলেন, ‘ভারত আমাদের কৌশলগত অংশীদার। চীন যেভাবে দেশটির পাওয়ার গ্রিডের ওপরে হামলা চালিয়েছে, তার নিন্দা করা উচিত। ওই হামলায় হাসপাতালে পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল।’

প্যালোন বলেন, ‘ওই অঞ্চলে চীনকে আমরা প্রভুত্ব করতে দেবো না। তারা সব দেশকে ভয় দেখাতে চায়।’

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, তারা রেকর্ডেড ফিউচারের ওই রিপোর্ট সম্পর্কে অবগত। দফতরের এক মুখপাত্র বলেন, “আমরা ওই সমীক্ষার কথা জানি। সাইবারস্পেসে হামলার বিরুদ্ধে আমরা দুনিয়াজুড়ে কাজ করছি।’

সূত্র: এনডিটিভি

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Related Posts
পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ

মেসির আগমনে বিশৃঙ্খলার জেরে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ

December 17, 2025
সাইকেলে ১৮ হাজার কিমি পথ পাড়ি

সাইকেলে চড়ে ১৮ হাজার কিমি পথ পাড়ি

December 16, 2025
Indian Rupee

একদিনেই একাধিক রেকর্ড ভাঙল ভারতীয় মুদ্রা

December 16, 2025
Latest News
পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ

মেসির আগমনে বিশৃঙ্খলার জেরে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ

সাইকেলে ১৮ হাজার কিমি পথ পাড়ি

সাইকেলে চড়ে ১৮ হাজার কিমি পথ পাড়ি

Indian Rupee

একদিনেই একাধিক রেকর্ড ভাঙল ভারতীয় মুদ্রা

রুপার দাম রেকর্ড ছুঁয়েছে

রুপার দাম রেকর্ড ছুঁয়েছে, প্রযুক্তি ও বিনিয়োগে বাড়ছে চাহিদা

মুক্তিযুদ্ধ নিয়ে পোস্টে বাংলাদেশের নাম নেননি মোদি-রাহুল

বিজয় দিবসে মোদি ও রাহুলের পোস্ট, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে অনুপস্থিত বাংলাদেশের নাম

BBC

বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করলেন ট্রাম্প

haunted-hotel

রহস্যময় ভৌতিক হোটেল, যেখানে রাত কাটানোর আগে দু’বার ভাববেন

বিজয় দিবস

বিজয় দিবস নিয়ে বিবৃতিতে যা বলল ভারতীয় সেনাবাহিনী

মোদি

বাংলাদেশের নাম নিলেন না মোদি, বললেন ‘ভারতের ঐতিহাসিক বিজয়’

মানহানির মামলা

বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা ট্রাম্পের

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.