আন্তর্জাতিক ডেস্ক : প্রতিরক্ষা খাতে প্রতিবেশি ভারতের চেয়ে তিন গুণ বড় বাজেট বরাদ্দের ঘোষণা দিয়েছে চীন।
শুক্রবার চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এই বিশাল বাজেটের ঘোষণা দেন।
ঘোষণায় তিনি বলেন, ‘প্রেসিডেন্ট শি জিনপিং চান সশস্ত্র বাহিনী আরও শক্তিশালী হয়ে উঠুক। নতুন পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হোক রণকৌশল।’
লি কেকিয়াং বলেন, ‘আমাদের সামরিক প্রশিক্ষণের মান বাড়াতে হবে। যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে।’
২০২০ সালে কোভিড মহামারির মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের অবস্থা ঠিক কতটুকু খারাপ হয়েছিল তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। একটি সূত্রে জানিয়েছে, গত বছর দেশটির জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৩ শতাংশ। বিশ্বে চীনই একমাত্র দেশ যেখানে গত বছর জিডিপি বৃদ্ধি পেয়েছিল।
শুক্রবার প্রধানমন্ত্রী লি কেকিয়াং জানান, ২০২১ সালে তাদের মোট জাতীয় উৎপাদন (জিডিপি) ছয় শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ, মহামারির ধাক্কা দ্রুত সামলে উঠছে বেইজিং।