বলিউড (Bollywood) তারকাদের সম্পর্কে জানার জন্য সবসময় মুখিয়েই থাকেন তাদের ভক্তরা। শুধু বড় পর্দায় তাদের দেখে যেন মন ভরে না। তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও সবকিছু জানতে চান ভক্তরা। জানেন কি বলিউড ইন্ডাস্ট্রিতে এমন বেশ কয়েকজন অভিনেতা রয়েছেন যারা জন্মসূত্রে পাকিস্তানি? পাকিস্তানি হয়েও ভারতীয় সিনেমায় রাজ করছেন। দেখুন কারা আছেন সেই তালিকায়।
গোবিন্দা (Govinda) : বলিউডের অন্যতম একজন নামী সুপারস্টার গোবিন্দা কিন্তু পুরোপুরি ভারতীয় নন। তার বাবা তরুণ কুমার আহুজা পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন। তবে দেশভাগের পর গোবিন্দার বাবা ভারতে চলে আসেন। এখানেই জন্ম হয় গোবিন্দার। অমিতাভ বাচ্চন, শাহরুখ খান, রাজেশ খান্না, সঞ্জয় দত্ত
রাজেশ খান্না (Rajesh Khanna) : ভারতের প্রথম সুপারস্টার রাজেশ খান্নাও জন্মসূত্রে পাকিস্তানী। তার জন্ম হয়েছিল ফয়সলাবাদের কাছে বুড়োআলায়। রাজেশ খান্না ছোটবেলায় বেশ কিছুদিন পাকিস্তানেই ছিলেন। পরে তিনি দেশে চলে আসেন। এখনও তার একটি বাড়ি রয়েছে পাকিস্তানে।
সঞ্জয় দত্ত (Sanjay Dutta) : সঞ্জয় দত্ত জন্মসূত্রে পাকিস্তানি। তার বাবা সুনীল দত্ত পাকিস্তানের পাঞ্জাবের ঝিলাম প্রদেশে জন্মগ্রহণ করেন। দেশভাগের পর পাকিস্তানেই সমস্ত সম্পত্তি ফেলে রেখে ভারতে চলে আসেন তিনি। তারপর এখানে এসে তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হন।
শাহরুখ খান (Shah Rukh Khan) : বলিউডের বেতাজ বাদশা শাহরুখ জন্মসূত্রে একজন পাকিস্তানি। তার বাবা মীর তাজ মোহাম্মদ পাকিস্তানের পেশোয়ারে জন্মগ্রহণ করেন। স্বাধীনতা সংগ্রামী হিসেবে ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তিনি। শাহরুখের বাবা পরে অবশ্য পাকিস্তান ছেড়ে পরিবার নিয়ে দিল্লি চলে আসেন।
অমিতাভ বাচ্চন (Amitabh Bachchan) : জানলে অবাক হবেন অমিতাভ বাচ্চনের সঙ্গেও কিন্তু পাকিস্তানের গভীর সংযোগ রয়েছে। তার মা তেজী বাচ্চন পাকিস্তান থেকে এসেছিলেন। অমিতাভ বাচ্চনের মা পাকিস্তানের লায়ালপুরে জন্মগ্রহণ করেন। ভারতে আসার পর তার সঙ্গে হরিবংশ রাই বচ্চনের বিয়ে হয়। অমিতাভের জন্ম অবশ্য ভারতেই হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।