আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের ময়নাগুড়িতে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর পাওয়া গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি খবরে বলা হয়েছে, এই দুর্ঘটনায় অন্তত পাঁচ জন নিহত এবং ৪৫ ব্যক্তি আহত হয়েছে।
খবরে জানা যাচ্ছে, গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস ট্রেনটি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে বিকাল ৫টার দিকে লাইনচ্যুত হয় এবং এর ১২টি কামরা উল্টে যায়।
প্রাথমিকভাবে রেল লাইনের ত্রুটিকে এই দুর্ঘটনার কারণ হিসেবে বলা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবরে বলা হয়, বহু যাত্রী এখনও ট্রেনের কামরায় আটকা পড়ে আছেন। যাত্রীরা জানান, হঠাৎ বিকট শব্দে কামরাগুলো লাইন থেকে পড়ে যায়। এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আলিপুরদুয়ার থেকে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী ভৈসনভ জানিয়েছেন, তিনি নিজে পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং ঘটনাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানানো হয়েছে।
দুর্ঘটনার পরে রেললাইনের দু’পাশে ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায় যাত্রীদের। অনেকে দুমড়েমুচড়ে যাওয়া কামরায় আটকেও পড়েন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। গ্যাস কাটার নিয়ে এসে কামরা কেটে যাত্রীদের বার করার চেষ্টা চলছে। দুর্ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ার থেকে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি থেকে অনেকেই নিজেই বার হয়ে এসেছেন। বাকিদের উদ্ধার করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উদ্ধারকারী দলও। ইতিমধ্যেই আশপাশের সদর হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। হাসপাতালগুলির শল্যচিকিৎসক এবং অস্থি বিশেষজ্ঞদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।
আহত যাত্রীদের প্রাথমিকভাবে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে সেখানকার পরিকাঠামো উপযুক্ত না হওয়ায় সেখান থেকে জলপাইগুড়ি সদর হাসপাতালে আহতদের স্থানান্তরিত করা হয়। পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। জলপাইগুড়ির বিভিন্ন ব্লক হাসপাতাল থেকে চিকিৎসক এবং নার্সদের নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি ৫০টিরও বেশি অ্যাম্বুল্যান্স রওনা দিয়েছে দুর্ঘটনাস্থলের উদ্দেশে। দুর্ঘটনার পর প্রাথমিক ভাবে জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু তিন জনের দেহ উদ্ধারের কথা জানান। ১০-১২ জন আহত যাত্রীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি। যদিও পরে সেই সংখ্যাটা বাড়ে। অন্ধকার নেমে যাওয়ায় উদ্ধারের জন্য প্রয়োজনীয় আলো এবং জেনারেটরের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। মেডিক্যাল কলেজের দলও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।-বিবিসি বাংলা/আনন্দবাজার পত্রিকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।