ভারতের যেসব সুবিধাবাদী নীতিতে যুক্তরাষ্ট্র হতাশ!

ভারতের সুবিধাবাদী কূটনীতি নিয়ে পশ্চিমা বিশ্বে হতাশা বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান নিচ্ছে না ভারত। রাশিয়ার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবেও ভারত ভোট  দিতে চায় না। কোয়াডের সদস্য হয়েও ভারতের এ ধরনের আচরণ মার্কিন যুক্তরাষ্ট্রকে বিস্মিত করেছে।

ভারতের সুবিধাবাদী কূটনীতি

আমেরিকা পাকিস্তানের কাছে অস্ত্র বিক্রি করতে রাজি হওয়ায় ভারতও কিছুটা হতাশ। কোয়াডের অন্য সদস্যদের সাথে ভারতের সম্পর্ক খুব একটা ভালো নয়। তাছাড়া ভারতের মিলিটারি রাশিয়ার উপর নির্ভরশীল হওয়ায় তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া সম্ভব হচ্ছে না।

ভারত কৌশলগত সায়ত্ত্বশাসন অর্জন করতে চায়। নিজেদের চাহিদা অনুযায়ী পররাষ্ট্রনীতি গ্রহণ করতে চায়। ভারতের উপর অন্য রাষ্ট্রের নেতিবাচক প্রভাব যেন না থাকে সেজন্য তারা সকল সুপার পাওয়ারের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে চায়।

ভারতের পররাষ্ট্রনীতি আগে পশ্চিমা কেন্দ্রিক ছিল। কিন্তু বর্তমানে ভারত সেখান থেকে অনেক সরে এসেছে। ভারত এখন একাধিক অপশন হাতে রাখতে ইচ্ছুক। কিন্তু পশ্চিমারা ভারতের এই ধরনের কৌশল পছন্দ করছে না।

কোন একক সংগঠনের প্রতি দায়বদ্ধ থাকতে রাজি নয় ভারত। ভারতের মিলিটারি অস্ত্রের জন্য রাশিয়ার উপর নির্ভরশীল হওয়ায় তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে চায় ভারত।

রাশিয়া যেন ভারতের উপর চাপ সৃষ্টি না করে সে ভয়ে ভারত পশ্চিবাদের সাথে কিছুটা দূরত্ব বজায় রেখে চলে। রাশিয়ার জন্য ভারত ইউক্রেনকে পুরোপুরি সমর্থন দেয়নি।

যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ব্রিটেন ও অস্ট্রেলিয়া যেভাবে চিন্তা করে ভারত সেভাবে চিন্তা করে না। ভারতের কৌশল ও কর্মপদ্ধতি ভিন্ন। অস্ট্রেলিয়া দায়বদ্ধতার বিষয়ে গুরুত্ব দেয় ও একে অপরকে সহযোগিতা করে চলতে অভ্যস্ত।

তবে ভারতের পররাষ্ট্রনীতি অস্ট্রেলিয়ার মত নয়। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র নীতি হচ্ছে যেকোন পরিস্থিতিতে মিত্রদের সহায়তা করা। কিন্তু ভারতের পক্ষে সেটা সম্ভব নয়।

ভারত নিজেদের স্বার্থে পররাষ্ট্র নীতি হঠাৎ বদলে ফেলতে পারে। ভারত এটাও চায় না মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে বিশ্ব শাসন করুক। বিশ্ব ব্যবস্থায় যেন বৈচিত্র আসে এবং সবার অংশগ্রহণ থাকে সেটাই ভারত চাই।

ভারতের এ আচরণ ও নীতি পশ্চিমা বিশ্ব পছন্দ করছে না। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভারত থেকে সরে আস্তে আস্তে পাকিস্তানের দিকে দৃষ্টি দিচ্ছে।