Views: 215

আন্তর্জাতিক

ভারতে অস্থির ভোজ্যতেলের বাজার, সরকারের কপালে ভাঁজ


প্রতীকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ভোজ্যতেলের আকাশছোঁয়া দাম নিয়ে বেশ বিপাকে পড়েছে দেশটির সরকার। ভারতে গত এক বছরে সরিষা, সয়াবিন, পাম, সূর্যমুখীসহ প্রায় সবধরনের তেলের দাম বেড়েছে গড়ে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত। খবর ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার।

আজ শুক্রবার (২০ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত সপ্তাহে দেশটির একদল মন্ত্রীর বৈঠকে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। ওই বৈঠকে সভাপতিত্ব করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


মন্ত্রীদের বৈঠকে জানানো হয়, ভারতে প্রায় ৩০ হাজার টন পেঁয়াজ আমদানির পর এর দাম কমেছে। আলুর দামও স্থিতিশীল। তবে ভোজ্যতেলের দাম বাড়ছে ক্রমাগত।

ভারতের ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় গঠিত মূল্য মনিটরিং সেলের তথ্যমতে, গত বৃহস্পতিবার দেশটিতে সরিষার তেল বিক্রি হয়েছে প্রতি লিটার ১২০ রুপিতে। অথচ এক বছর আগেও এর দাম ছিল ১০০ রুপির মতো।

এক বছর আগে ভারতের বাজারে ডালডা বিক্রি হতো প্রতি কেজি ৭৫ দশমিক ২৫ রুপিতে। এখন তার দাম দাঁড়িয়েছে ১০২ দশমিক ৫ রুপি।

২০১৯ সালের অক্টোবরে ভারতে সয়াবিন তেলের দাম ছিল প্রতি লিটার ৯০ রুপি করে। অথচ এখন তা বিক্রি হচ্ছে গড়ে ১১০ রুপিতে।

সূত্র জানিয়েছে, গত ছয় মাসে মালয়েশিয়ায় পাম তেলের উৎপাদন ব্যাপক হারে কমে যাওয়া ভারতে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির অন্যতম কারণ।

ভারতের বাজারে পাম তেলের সবচেযে বড় ভোক্তা দেশটির প্রক্রিয়াজাত খাদ্য শিল্প। আমদানি করা পাম তেলের প্রায় ৭০ শতাংশই তারা ব্যবহার করে। ফলে মালয়েশিয়া থেকে আমদানি কমে যাওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে ভারতের ভোজ্যতেলের বাজারে।

এই সংকট মোকাবিলায় পাম তেল আমদানিতে শুল্ক কমানোর দাবি জানিয়েছেন ভারতের ভোক্তা ও শিল্প সংশ্লিষ্টরা।


যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschoolআরও পড়ুন

নিজস্ব অর্থায়নে বুলেট ট্রেন চালু করছে ভারত, ব্যয় ২৫ হাজার কোটি

Shamim Reza

পারস্য উপসাগরে বিশাল মহড়া চালালো ইরান

azad

১০ কোটি ডলার দিলেও আর হিজাব ছাড়ব না : হালিমা ইডেন

Shamim Reza

ইরাক সীমান্তে ইরানি সেনাসদস্যকে হত্যা

Shamim Reza

ফের আটক করা হলো মেহবুবা মুফতিকে, গৃহবন্দী মেয়েও

Shamim Reza

তুরস্কের সঙ্গে নতুন ১০ চুক্তি করলো কাতার

azad