বিল গেটস ভারতে ই-রিকশা চালাচ্ছেন!
আন্তর্জাতিক ডেস্ক : বিল গেটস ভারতে ই-রিকশা চালাচ্ছেন,সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হুলস্থূল কাণ্ড! সম্প্রতি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে।
ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে। গেটসকে ইলেকট্রিক রিকশা চালাতে দেখে সকলেই রীতিমত অবাক। সর্বোপরি বিল গেটস কেন রিকশা চালাচ্ছেন, এই প্রশ্নেই বিভোর নেটপাড়া।
বিল গেটস ভারত সফরকালে শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার সঙ্গে দেখা করেন। টুইটারে গেটসের সঙ্গে একটি ছবি শেয়ার করে মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যানও উল্লেখ করেছেন যে তারা ‘হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের’ সহপাঠী ছিলেন।
ভিডিওতে গেটসকে একটি ই-রিকশা চালাতে দেখা যাচ্ছে। তিনি লিখেছেন যে এটি একটি বৈদ্যুতিক অটোরিকশা যা ১৩০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে সক্ষম এবং চার জন বসতে পারে এই ই-রিকশাতে। তিনিও এই রিকশা’র প্রশংসা করেন। গেটসের এই ভিডিওটি দেখে অবাক সকলেই।
এই ভিডিও নিয়ে বিল গেটসকে প্রতিক্রিয়া জানিয়েছেন আনন্দ মাহিন্দ্রাও। ভিডিও শেয়ার করে, মাহিন্দ্রা গাড়িটি চালানোর চেষ্টা করার জন্য গেটসকে ধন্যবাদ জানিয়েছেন আনন্দ মাহিন্দ্রা। আনন্দ মাহিন্দ্রা লিখেছেন, “‘চলতি কা নাম বিল গেটস কি গাড়ি’।
১৯৭৪ সালের ১ টাকা থাকলে যত টাকা পাবেন আপনি, জেনে নিন বর্তমান সময়ের দাম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।