আন্তর্জাতিক ডেস্ক: জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে অগাস্টের মধ্যেই ভারতে ফের করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার পূর্বাভাস দিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা৷ আগামী ১০০ থেকে ১২৫ দিন খুবই আশঙ্কাজনক।
এদিকে, ভারতে দৈনিক সংক্রমণ রেকর্ড হারে কমের দিকে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ১৬৪ জন।
কমেছে মৃত্যুও।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৯৯ জনের। সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৬৬০ জন।
সোমবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১১ লক্ষ ৪৪ হাজার ২২৯ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২১ হাজার ৬৬৫ জনের।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ২১ হাজার ৬৬৫ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ০৩ লক্ষ ০৮ হাজার ৪৫৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।