Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে কাজ হারাচ্ছেন লাখ লাখ মানুষ
আন্তর্জাতিক

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে কাজ হারাচ্ছেন লাখ লাখ মানুষ

জুমবাংলা নিউজ ডেস্কJune 9, 20213 Mins Read
Advertisement

স্যমন্তক ঘোষ (নতুন দিল্লি), ডয়চে ভেলে: আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে সিএমআইই। যেখানে বলা হচ্ছে গত চার সপ্তাহ ধরে ভারতে কাজ হারানোর হার দুই অঙ্কের বেশি। করোনা লকডাউনের কারণে মানুষ কাজ হারাচ্ছেন।

২০২০ সালে লকডাউনের সময় ভারতের রাজপথ দেখেছিল পরিযায়ী শ্রমিকদের মৃত্যুমিছিল। ভিন রাজ্যে কাজ হারিয়ে তারা পায়ে হেঁটে বাড়ি ফেরার চেষ্টা করছিলেন। গত বছর এ নিয়ে দেশ জুড়ে রাজনীতি, আন্দোলন কম হয়নি। ভারত সরকারের উপদেষ্টা সংস্থা সিএমআইই সম্প্রতি যে রিপোর্ট পেশ করেছে, তাতে দেখা যাচ্ছে, ২০২১ সালেও অবস্থা প্রায় একরকম। করোনার দ্বিতীয় ঢেউ এবং লকডাউনের কারণে লাখ লাখ মানুষ কাজ হারাচ্ছেন। অদূর ভবিষ্যতে তারা ফের কাজে যোগ দিতে পারবেন, এমন আশাও কম।

গত এপ্রিল মাস থেকে ভারতের বিভিন্ন শহরে নতুন করে লকডাউন এবং কারফিউ জারি করা হয়। মে মাসে সংস্থাটি যে সমীক্ষা চালিয়েছিল, তাতে দেখা গেছিল বেকারের সংখ্যা শতাংশের নিরিখে দুই অঙ্ক ছাড়িয়ে গেছে। শুধু পশ্চিমবঙ্গেই তা ১৯ শতাংশে পৌঁছে গেছিল। সর্বশেষ সমীক্ষা করা হয়েছে গত ৬ জুন। সেখানে দেখা গেছে সব মিলিয়ে গোটা দেশে কাজ হারিয়ে নতুন করে বেকার হয়েছেন ১৩ দশমিক ৬২ শতাংশ মানুষ। এর মধ্যে অধিকাংশ মানুষই গ্রামের। ২০২০ সালে সংখ্যাটি ২০ শতাংশে পৌঁছে গিয়েছিল। সব মিলিয়ে প্রায় ১৩ কোটি মানুষ কাজ হারিয়েছিলেন। যার মধ্যে আট শতাংশ মানুষের একক রোজগারে সংসারে চলে।

রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালে লকডাউন ধীরে ধীরে উঠতে শুরু করার পর নতুন করে কাজ পেতে শুরু করেছিলেন বহু মানুষ। কিন্তু গত ফেব্রুয়ারি থেকে যদি ডেটা দেখা যায়, অর্থাৎ, যখন লকডাউন ছিল না, তখন থেকেই নতুন করে কাজ হারানোর প্রবণতা বাড়তে থাকে। কারণ হিসেবে বলা হয়েছে, বহু ছোট সংস্থা প্রথম লকডাউনের ধাক্কা সামলে উঠতে পারেনি। ফলে লকডাউনের পরে অফিস খুললেও তা বেশিদিন চালানো যায়নি।

পশ্চিমবঙ্গের বহু মানুষ কাজের প্রয়োজনে ভিন রাজ্যে যান। মুর্শিদাবাদ এবং সুন্দরবন থেকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে যান। গত এপ্রিল এবং মে মাসে তেমনই বেশ কিছু শ্রমিকের সঙ্গে কথা বলেছিল ডিডাব্লিউ। মুর্শিদাবাদের শ্রমিক মহম্মদ শামসের ডয়চে ভেলেকে জানিয়েছিলেন, ”১৫ বছর ধরে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেছি। কিন্তু লকডাউনের পর দেশে ফিরে এসেছি। আর কাজ করতে যাব না। যেটুকু জমি আছে, তাতে চাষাবাদ করেই সংসারের চালানোর চেষ্টা করব।” মালদার শ্রমিক হাবিবুর রহমানও একই কথা বলেছিলেন ডয়চে ভেলেকে।

সুন্দরবনের পরিস্থিতি আরো ভয়াবহ। ইয়াস ঝড়ের পরে সন্দেশখালির কেদার বারুইয়ের সঙ্গে কথা বলেছিল ডয়চে ভেলে। তিনি জানিয়েছিলেন, দিল্লিতে শ্রমিকের কাজ করতেন তিনি। কিন্তু লকডাউন পর্বে মালিক তাদের খাবারটুকু পর্যন্ত দেননি। ফলে দেশে ফিরে এসেছিলেন চাষাবাদ করবেন বলে। কিন্তু ইয়াসের ফলে জমিতে নোনা জল উঠে গেছে। এখন চাষ করাও সম্ভব নয়।

সিএমআইই-র রিপোর্টের সঙ্গে শ্রমিকদের কথা মিলে যাচ্ছে। সিএমআইই জানিয়েছএ, শহরে কাজ হারানো মানুষরা কম বেতনে নতুন করে কাজ জুটিয়ে নিতে পারলেও, গ্রামের মানুষ নতুন কাজ পাচ্ছেন না। অনেকেই নির্ভর করছেন একশ দিনের কাজ অথবা দিনমজুরির উপর। সিএমআইই-র আশঙ্কা, লকডাউন উঠে গেলেও আগামী কয়েকবছর কাজ হারানোর প্রবণতা বাড়তে থাকবে। এর প্রভাব সার্বিকভাবে অর্থনীতির উপর পড়বে বলে তারা মনে করছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Related Posts
BBC

বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করলেন ট্রাম্প

December 16, 2025
haunted-hotel

রহস্যময় ভৌতিক হোটেল, যেখানে রাত কাটানোর আগে দু’বার ভাববেন

December 16, 2025
বিজয় দিবস

বিজয় দিবস নিয়ে বিবৃতিতে যা বলল ভারতীয় সেনাবাহিনী

December 16, 2025
Latest News
BBC

বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করলেন ট্রাম্প

haunted-hotel

রহস্যময় ভৌতিক হোটেল, যেখানে রাত কাটানোর আগে দু’বার ভাববেন

বিজয় দিবস

বিজয় দিবস নিয়ে বিবৃতিতে যা বলল ভারতীয় সেনাবাহিনী

মোদি

বাংলাদেশের নাম নিলেন না মোদি, বললেন ‘ভারতের ঐতিহাসিক বিজয়’

মানহানির মামলা

বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা ট্রাম্পের

অং সান সু চি

অং সান সু চি হয়তো মারা গেছেন, বললেন তাঁর ছেলে

নোবেল মাচাদো

নোবেল নিতে যাওয়ার পথে যেভাবে আহত হলেন মাচাদো

Biya

যেসব দেশে বিয়ে করলেই মিলবে নাগরিকত্ব

সৌদি আরব

রেকর্ড ভেঙেছে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা

মুকেশ আম্বানি

নীতা আম্বানি এই লোকের সঙ্গে মুকেশ আম্বানির চেয়েও কেন বেশি সময় কাটান

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.