
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। খবর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার’র।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার’র এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৪০৯ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৩৯৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪১ জনের। সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮১। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ২৬৯ জনের। গুজরাতে মৃতের সংখ্যা ১০৩, মধ্যপ্রদেশে ৮০।
সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫৬৫২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩১ জন। সেখানে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৭৮৯ জন। এর পরেই রয়েছে গুজরাত। সেখানে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪০৭ জন।
এরপর তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে সংক্রমণের কবলে পড়েছেন ২ হাজার ২৪৮ জন। সংক্রমণের গণ্ডি দেড় হাজার ছাপিয়ে গিয়েছে মধ্যপ্রদেশ (১৫৯২), রাজস্থান (১৮৯০) ও তামিলনাড়ুতেও (১৬২৯)। ১ হাজার ৪৪৯ জন সংক্রমিত হয়েছেন উত্তরপ্রদেশে। তেলঙ্গানায় করোনা আক্রান্ত ৯৪৫ জন।
কেরলে আক্রান্তের সংখ্যা ৪২৭ জন। মৃত্যু হয়েছে তিন জনের। তবে করোনা আক্রান্তদের মধ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪২৫৮ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



