আন্তর্জাতিক ডেস্ক : করেনাভাইরাস নিয়ে সরাবিশ্ব আতঙ্কের মধ্যে রয়েছে। ইতালির একটি পর্যটক দলকে ভারতে আলাদা করে রাখা হয়েছে। দলটির ১৭ জনই নতুন করোনাভাইরাসে আক্রান্ত বলে সনাক্ত করা হয়েছে। বুধবার একটি সূত্র এ তথ্য জানানো হয়েছে। খবর এএফপি’র।
ইতালিতে আড়াই হাজারের বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এ ভাইরাসে এ পর্যন্ত ৭৯ জন প্রাণ হারিয়েছেন। এদিকে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে।
গত মাসে ভারতে পৌঁছানো ২৩ পর্যটকের এ গ্রুপের দু’জনের ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজস্থান রাজ্যে পরীক্ষা-নিরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ে। পরে গ্রুপটির অপর ২১ জনকে মঙ্গলবার নয়াদিল্লির একটি বিশেষ স্থানে আলাদা করে রাখা হয়েছে।
বিশ্বব্যাপি ৯০ হাজারেরও বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩ হাজার ২শ’ জনের মৃত্যু হয়েছে। চীন, দক্ষিণ কোরিয়া, ইতালি, ইরান ও জাপানে সবচেয়ে বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
এ পরিস্থিতিতে ভারত করোনাভাইরাস রোধে পদক্ষেপ জোরদার করেছে। এর অংশ হিসেবে তারা ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে পর্যটক আসা নিষিদ্ধ করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।