আন্তর্জাতিক ডেস্ক : ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসের জীবাণু প্রতিরোধে গোমূত্র দিয়ে তৈরি হ্যান্ড স্যানিটাইজার ও গোবরের তৈরি সাবান কেনার হিড়িক পড়ে গেছে। সংশ্লিষ্ট দোকানের পাশাপাশি বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মেও দেদারছে বিক্রি হচ্ছে এই স্যানিটাইজার আর সাবান।
এসবে করোনা ভাইরাসের জীবাণু প্রতিরোধে কোনো কার্যক্ষমতা আছে কি-না, তার প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে চিকিৎসকরা অ্যালকোহল জাতীয় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন।
সংবাদমাধ্যম বলছে, করোনা ভাইরাসের কারণে দেশটিতে যখন হ্যান্ড স্যানিটাইজারের সংকট, ঠিক তখনই ‘কাউপ্যাথি’ নামে একটি ব্র্যান্ড বাজারে এনেছে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান।
ই-কমার্স সাইটে ৫০ মিলিলিটারের দুটি হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে মাত্র ১০০ রুপিতে। যা গরুর গোমূত্র দিয়ে তৈরি। আবার ২১০ টাকায় পাওয়া যাচ্ছে ‘কাউপ্যাথি’ সাবানের প্যাক। যা গোবর দিয়ে তৈরি।
সূত্র: আনন্দবাজার, এনডিটিভি
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel