স্পোর্টস ডেস্ক: লাদাখে ভারত-চীন সীমান্ত অগ্নিগর্ভ। গেল সোমবার (১৫ জুন) মধ্যরাতে লাদাখ সীমান্তে দু’দেশের সেনা সংঘর্ষ শুরু হয়। সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে।
এরই প্রেক্ষিতে পুরো ভারতজুড়ে চীন বিরোধী স্লোগান উঠেছে। দলমত নির্বিশেষে চীনা পণ্য বয়কটেরও ডাক দেওয়া হয়েছে। ভারত-চীন কূটনৈতিক সম্পর্কের অবনতি কী বড়সড় প্রভাব ফেলবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)?
সিঁদুরে মেঘ দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কারণ আইপিএল এর টাইটেল স্পন্সর চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো। ২০১৮ সাল থেকে পাঁচ বছরের জন্য ২১৯৯ কোটি টাকার চুক্তি হয় বিসিসিআই ও চীনা সংস্থা ভিভোর।
কিন্তু যদি চীনা পণ্য বয়কট নীতি যদি ভারতজুড়ে চালু হয় তাহলে বড়সড় ক্ষতির মুখে পড়বে বিসিসিআই। বিসিসিআই’র সহযোগী স্পন্সর পেটিএম এবং সুইগি দুটি সংস্থাতেই চীনা অংশীদারিত্ব রয়েছে।
স্পন্সরশিপের চুক্তি এবং বাকি চুক্তি বাতিল হলে প্রায় ১৬৭৫ কোটি টাকা ক্ষতি হবে বিসিসিআই’র। এর পাশাপাশি প্রায় হাজার কোটি টাকা ক্ষতির মুখ দেখতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। সম্প্রচারকারী সংস্থার মাধ্যমে চীনা সংস্থাগুলোর বিজ্ঞাপণের যে রেভিনিউ আসতো তা বন্ধ হয়ে যাবে।
তথ্যসূত্র: জিনিউজ বাংলা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।