ভারতে দেড় বছর কারাভোগের পর দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি। বৃহস্পতিবার সন্ধ্যায় এক শিশুসহ ৯ তরুণীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্থান্তর করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, ‘ভারতে দেড় বছর কারাভোগের পর বৃহস্পতিবার সন্ধ্যায় ১ শিশুসহ ৯ তরুণীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।’
তিনি আরও বলেন, ‘ফেরত আসা তরুণীদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে পরিবারের কাছে ফিরিয়ে দেবে।’
ফেরত আসা এক তরুণীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সংসারে অভাব অনটনের কারণে দালালের মাধ্যমে তিনি সীমান্ত পথে ভারতের মুম্বাইয়ে যান। সেখানে বাসায় কাজ করার সময় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত দেড় বছরের সাজা প্রদান করেন। সাজার মেয়াদ শেষে নবজীবন নামে একটি এনজিও সংস্থা তাদের জেল থেকে শেল্টার হোমে রাখে। এরপর আজ তিনি দেশে ফিরেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।