জুমবাংলা ডেস্ক : সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দুই বাংলাদেশি যৌনকর্মীকে উদ্ধার করেছে বিজিবি। এ সময় এক দালালকে আটক করা হয়েছে।
তারা হলেন- নারায়ণগঞ্জের সোনিয়া খাতুন, শরীয়তপুরের জেসমিন বেগম ও দালাল সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া এলাকার হাসানুর রহমান।
শনিবার বিকেলে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাতক্ষীরা বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল মাহমুদ।
তিনি জানান, করোনা সংক্রমণ রোধে সীমান্তে বিজিবির বিশেষ টহল চলছিল। শুক্রবার রাতে কুশখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দুই যৌনকর্মীসহ দালালকে আটক করা হয়। তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। কোয়ারেন্টাইন শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
লেফটেন্যান্ট কর্নেল আল মাহমুদ জানান, করোনা সংক্রমণ ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে ছয় শতাধিক টহলের ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে ৩৫ জন বাংলাদেশি ও একজন ভারতীয় নারীকে আটক করা হয়েছে। বাংলাদেশিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠিয়ে ভারতীয় নারীকে বিএসএফের হাতে সোপর্দ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।