ভারতের আসামে দলীয় এক অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় দেশদ্রোহিতার মামলার মুখে পড়তে যাচ্ছেন স্থানীয় কংগ্রেস নেতারা। রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা পুলিশকে এই মামলা করার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদন অনুযায়ী, দলীয় এক অনুষ্ঠানে আসামের শ্রীভূমিতে কংগ্রেসের অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত গান স্থানীয় নেতারা। দুইদিন আগে অনলাইনে ভাইরাল হয়।
কংগ্রেস নেতাদের এই কাজের তীব্র নিন্দা জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা। একইসঙ্গে তিনি বলেছেন, কংগ্রেস নেতারা ভারতের জাতীয় অনুভূতিকে অপমান করেছেন।
তিনি বলেন, ভারতের জাতীয় সংগীত যে ভক্তি নিয়ে গাওয়া হয়, বাংলাদেশের জাতীয় সংগীতটিও ওই একইরকম ভক্তি নিয়ে গাওয়া হয়েছিল। আসামের মানুষ কোনো পরিস্থিতিতেই এটি মেনে নিতে পারে না।
যারা বাংলাদেশের জাতীয় সংগীত গেয়েছেন তাদেরকে গ্রেপ্তারের পাশাপাশি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান হিমান্ত।
আসামের মুখ্যমন্ত্রী ভারতের সাত রাজ্য নিয়ে যে ‘বৃহৎ বাংলাদেশের’ কথা বলা হয় সেটির সঙ্গে এই জাতীয় সংগীত গাওয়ার বিষয়টিকে যুক্ত করেছেন।
কংগ্রেসের লোকসভার উপনেতা গৌরব গোগুলোর সমালোচনাও করেছেন হিমান্ত। তিনি বলেছেন, বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়া স্থানীয় নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তিনি যেন উল্টো খুশি হয়েছেন।
আসামের মুখ্যমন্ত্রী বলেন, কোনো ব্যবস্থা না নিয়ে মনে হচ্ছে গোগুল আড়ালে খুশি হয়েছেন। আমাদের ভূমি বাংলাদেশের অংশ হিসেবে যে দাবি করা হয়, এটি তার চেয়ে কম নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



