ভারতে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহারের পাটনায় বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিমান জরুরি অবতরণ করেছে। শুক্রবার (৫ মে) স্থানীয় সময় দুপুর ১২ টার দিকে পাটনার জয়প্রকাশ নারায়ন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে।

ভারতের ‘ডিরেক্টটরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন’ (DGCA) এর তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়, ‘বিমান বাংলাদেশের বোয়িং এয়ারক্রাফ্ট বিবিসি-৩৭১ ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ওই বিমান থেকে পাটনার ‘এয়ারপোর্ট ট্রাফিক কন্ট্রোল’ (ATC)-কে বার্তা পাঠানো হয়। এরপর নামার অনুমতি মেলায় বিমানটির গতিপথ পরিবর্তন করে পাটনাতে জরুরি অবতরণ করা হয়।

বিমানটিতে মোট ৭৭ জন যাত্রী ছিলেন। যাত্রীদের সকলেই নিরাপদে আছে বলে জানানো হয়েছে। এরপরেই বিমানটিকে পরীক্ষার জন্য টেকনিক্যাল বিয়েতে নিয়ে আসা হয়। পরবর্তীতে সেটির যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখতে প্রকৌশলীরা ঘটনাস্থলে পৌঁছায়।

যান্ত্রিক প্রতি খতিয়ে দেখার পর টেকনিক্যাল টিম সবুজ সংকেত দিলে স্থানীয় সময় বিকেল ৪ টা নাগাদ সেটি ফের কাঠমুন্ডুর উদ্দেশ্যে রওনা দেয়।