Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই ভারতে থাকা নিজের দেশের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দিল চীন। চীনা দূতাবাসের ওয়েবসাইটে মান্দারিন ভাষায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, ‘বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে। দেশে ফিরতে পারেন। তবে টিকিটের দাম দিতে হবে।’
জানা গেছে, বাড়ি ফিরতে চাইলে ভারতে থাকা চীনা পড়ুয়া, ব্যবসায়ী, পর্যটকদের সাহায্য করবে ভারতে থাকা চীনের দূতাবাসগুলি। এজন্য চীনা বিদেশ দফতর ও সংশ্লিষ্ট দফতরগুলি ব্যবস্থা করেছে।
এর পাশাপাশি ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চীনে ফিরতে চাইলে সকলকেই সেখানে কোয়ারেন্টাইনে থাকতে হবে। যাতে ভাইরাসের সংক্রমণ না ছড়ায়। গত ১৪ দিনে শরীরে করোনা উপসর্গ দেখা দিলে বা সর্দিকাশি বা জ্বর থাকলে বিশেষ বিমানে উঠবেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



