টানা কয়েক সপ্তাহের নাটকীয় ঘটনাপ্রবাহের পর টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে কঠিন সিদ্ধান্ত নিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ—এমন অবস্থানই বহাল রাখার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে সুবিচার পাইনি। আমাদের নিরাপত্তা ও ন্যায্যতার বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করা হয়নি। এই পরিস্থিতিতে ভারতে গিয়ে খেলার সিদ্ধান্ত থেকে আমরা সরে এসেছি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সামনে কার্যত দুটি পথই খোলা ছিল—একটি হলো ভারতে গিয়ে খেলতে হবে, অন্যটি হলো বিশ্বকাপে অংশ না নেওয়া। দেশের সার্বিক পরিস্থিতি ও ক্রিকেটারদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
বৈঠকে ক্রিকেটারদের মতামতও শোনা হয়েছে বলে জানান ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘ক্রিকেটারদের মানসিক প্রস্তুতি, নিরাপত্তা ও ভবিষ্যৎ ক্যারিয়ারের বিষয়টি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
এ বিষয়ে বিসিবির পক্ষ থেকেও আইসিসির সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


