Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের একটি গ্রামে সোমবার দুতলা বিশিষ্ট একটি ভবন ধসে ১২ জন মারা গেছেন। খবর ইউএনবি’র।
উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের ওয়ালিদপুর গ্রামের এ দুর্ঘটনায় আরও ১৩ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন রাজ্য সরকারের মুখপাত্র অনিশ অয়স্থি।
রাজ্যের শীর্ষ পুলিশ কর্মকর্তা ও. পি. সিং জানান, পুলিশ ঘটনাটির তদন্ত করছে। তবে রান্না করার একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তারা।
দুর্ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্য ঘটনাস্থলেই মারা যায় এবং অপর সাতজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।