জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে ভারত যাওয়ার সময় সুজন কান্তি দে নামে এস আলম গ্রুপের এক কর্মকর্তাকে আটক করেছে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার বিকেলে স্থলবন্দর দিয়ে পাসপোর্টের মাধ্যমে ভারতে যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করা হয়। সুজনের বিরুদ্ধে এস আলম গ্রুপকে অর্থ পাচারে সহায়তা করার অভিযোগ রয়েছে।
আখাউড়া থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম জানান, শুক্রবার সন্ধ্যায় সুজন কান্তি নামে ওই ব্যক্তিকে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে চট্টগ্রামের আনোয়ারা থানায় মামলা রয়েছে। তাকে নেওয়ার জন্য আনোয়ারা থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।
সুজন কান্তি আনোয়ারা উপজেলার মালঘর এলাকার সনজিত কান্তি দের ছেলে। তিনি এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের সিনিয়র ডেলিভারি অফিসার পদে গত ২৩ বছর ধরে চাকরি করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।