জুমবাংলা ডেস্ক: নানা কর্মসূচির মধ্যদিয়ে ভারতে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভারত শাখা।
এ উপলক্ষে যুবলীগের ভারত শাখার সমন্বয়ক রবিউল আমিন রুবেলের সভাপতিত্বে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। পংকজ সূত্রধরের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সঞ্জয় কুমার ধর, শাকিল আহমেদ, হাসান খান, নাজিমুদ্দিন, হেলাল মিয়া এবং আব্দুল্লাহ আল মামুন।
ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আলোচনা সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন মুহাইমিনুর রহমান পল, পশ্চিমবঙ্গ থেকে শুভ্র প্রসুন পাল, রাজস্থান থেকে দেবজ্যোতি দত্ত ও খায়রুল বাশার নাঈম, দিল্লী থেকে মনোয়ার হোসেন কৌশিক ও চন্ময় মাহমুদ, আসাম থেকে নোমান জেহাদী, মহারাষ্ট্র থেকে মোবাশ্বির, কেরালা থেকে রাহাত, মেঘালয় থেকে বিজন বালা, ওড়িষ্যা থেকে নাফিস, চেন্নাই থেকে ত্রিদীপ এবং গুজরাট থেকে রাহুল।
বক্তারা দিনটির তাৎপর্য তুলে ধরে বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বপক্ষের শক্তির দৃঢ় ও স্থায়ী আত্মপ্রকাশের দ্বার উন্মোচিত হয়।
আলোচনা সভায় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরওয়ার হোসেন ও উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফেদ আশফাক তুহিনের নেতৃত্বে ভারতে বাংলাদেশ আওয়ামী যুবলীগকে সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
১৯৭৫ এর বিয়োগান্তক অধ্যায়ের পর শেখ হাসিনা প্রবাসে দীর্ঘদিন কাটাতে বাধ্য হবার পর আওয়ামী লীগ তাঁকে সভাপতি নির্বাচন করলে ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফিরে আসেন। এদিন বিকেল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লী থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।