আন্তর্জাতিক ডেস্ক : হেলিকপ্টারের সঙ্গে সেলফি তুলতে গিয়ে রোটরের (পাখা) ব্লেডের আঘাতে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন।
রোববার (২৩ এপ্রিল) দুপুরে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের কেদারনাথ ধামে।
নিহত অমিত সৈনি উত্তরাখণ্ডের অসামরিক বিমান পরিবহণ দপ্তরের ফিনান্সিয়াল কন্ট্রোলার ছিলেন।
পুলিশের বরাতে ইন্ডিয়া টুডে ও আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, কেদারনাথ ধামের হেলিপ্যাডে কপ্টারটি নামার পর সেলফি তুলতে যান অমিত। এ সময় হেলিকপ্টারের রোটরের আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় তার দেহ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
হেলিপ্যাডে নামার পর কপ্টারটির পেছনের দিকের পাখা (রোটর) চলছিল। সেলফি তোলার সময় তিনি বুঝতে পারেননি যে রোটরের খুব কাছে চলে এসেছেন। মুহূর্তে রোটরের ব্লেডে তার মাথা দেহ থেকে কেটে আলাদা হয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।