স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী স্মরণীয় করে রাখতে এশিয়া এবং বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে আগামী বছরের ১৮ থেকে ২১ মার্চ প্রীতি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে অনুষ্ঠিত এই প্রদর্শনী ম্যাচ দুটি শেষ হলেই প্রীতি ম্যাচ হবে ভারতে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে মার্চে একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করে যাচ্ছেন।
১ লাখ ১০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করেছে ভারত। আহমেদাবাদে ৭শ কোটি টাকা ব্যয়ে নির্মিত সরদার প্যাটেল স্টেডিয়ামটি অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের চেয়েও বড়।
সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর মার্চ মাসে ভারতের সরদার প্যাটেল স্টেডিয়ামে আয়োজন করা হবে এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচ।
ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি আগামী বছর মার্চ মাসে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ প্রদর্শনী ম্যাচ খেলার জন্য আইসিসির কাছে অনুমোদন চাইবেন।
অন্যদিকে, সৌরভ গাঙ্গুলি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ খেলাটি হবে তবে এটি আইসিসির অনুমোদন পেলে তবেই ম্যাচটি মাঠটি গড়াবে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.