স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটসম্যান-বোলারদের অল-রাউন্ড নৈপুণ্যে জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছিল স্বাগতিক ভারত। শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩৯ বল ও ৬ উইকেট হাতে রেখেই জিতে সিরিজে সমতা আনে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দুদলের মধ্যকার শেষ তৃতীয় ও শেষ ওয়ানডেটি তাই ‘ফাইনাল’।
আগের দুই ওয়ানডের মতো শেষ ওয়ানডেটিও অনুষ্ঠিত হবে পুনেতে। বাংলাদেশ সময় আগামীকাল রবিবার দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।