আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনার আবহে সাধারণ মানুষের মনোভাব প্রতিফলিত হয়েছে গুগল সার্চ ট্রেন্ডে। ইন্ডিয়া টুডে গ্রুপ প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের ৭ থেকে ১২ মে পর্যন্ত সময়কালে ভারত ও পাকিস্তানে মানুষ কী কী বিষয় গুগলে সবচেয়ে বেশি খুঁজেছেন।
ভারতে সবচেয়ে বেশি সার্চ হয়েছে “সিজফায়ার অর্থ” (Ceasefire meaning) অর্থাৎ যুদ্ধবিরতির অর্থ কী — এই শব্দগুচ্ছটি গুগলে সার্চ করা হয়েছে প্রায় ১ কোটিবার (১০ মিলিয়ন)। দ্বিতীয় সর্বোচ্চ সার্চ হয়েছে “অপারেশন সিন্দুর” (Operation Sindoor), যার সার্চ সংখ্যা ৫০ লাখ (৫ মিলিয়ন)। এছাড়াও ভারতের গুগল ট্রেন্ডে দেখা গেছে “মক ড্রিল” (Mock Drill), “IMF”, “DGMO”, “ফ্লাইট রাডার ২৪” (Flight Radar 24) এবং “S400” — প্রতিটি শব্দের সার্চ সংখ্যা ছিল প্রায় ৫০ হাজার (০.৫ মিলিয়ন)।
অন্যদিকে, পাকিস্তানে সবচেয়ে বেশি সার্চ হয়েছে ভারতের যুদ্ধবিমান “রাফাল জেট” (Rafale Jet) বিষয়ক — প্রায় ২ লাখ (০.২ মিলিয়ন) বার। এর পাশাপাশি “Aurangzeb Ahmed PAF”, “ইসলামাবাদ এয়ারপোর্ট” (Islamabad airport), “জেএফ ১৭ থান্ডার” (JF 17 Thunder), “ডিজি আইএসপিআর” (DG ISPR), “Dassault Aviation share price” এবং ভারতের প্রথম নারী যুদ্ধবিমানচালক “শিভাঙ্গি সিং” (Shivangi Singh০ সম্পর্কেও গুগলে খোঁজা হয়েছে, যদিও সংখ্যা অনেক কম — সর্বোচ্চ ০.২ মিলিয়ন এবং সর্বনিম্ন ০.০২ মিলিয়ন।
এই তথ্য স্পষ্টভাবে দেখায়, যুদ্ধ বা সংঘর্ষের আশঙ্কার সময় ভারতীয়দের মধ্যে তথ্য জানার আগ্রহ এবং কৌশলগত সচেতনতা ছিল বেশি, যেখানে পাকিস্তানের জনগণ ছিল তুলনামূলকভাবে কম সক্রিয় এবং বেশি কৌতূহলপ্রবণ প্রতিপক্ষ সম্পর্কে।
কাশ্মীর নিয়ে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব কি ভারতকে বিব্রত করেছে?
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.