জুমবাংলা ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে বলে দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম। তবে এ দাবি পুরোপুরি মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
শনিবার (৭ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ বিষয়ে একটি পোস্ট করা হয়।
পোস্টে বলা হয়, “সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি ভুয়া ও বানোয়াট। বাংলাদেশ তার রুটিন কার্যক্রম ছাড়া দেশের কোনো অংশে ড্রোন মোতায়েন করেনি। এটি বাংলাদেশের বিরুদ্ধে সাজানো প্রচারণার অংশ।”
এর আগে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে দাবি করে, বাংলাদেশ পশ্চিমবঙ্গ সীমান্তে তুরস্কের তৈরি ‘বায়রাকতার টিবি ২’ ড্রোন মোতায়েন করেছে।
প্রতিবেদনে বলা হয়, ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির কারণেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ড্রোন নজরদারি ও নির্ভুল হামলার জন্য ব্যবহৃত হয়।
প্রতিবেদনটি আরও উল্লেখ করে, ভারতের ‘চিকেন নেক’ এলাকা ঘিরে ড্রোন মোতায়েন ভারতের জন্য উদ্বেগজনক। ফলে বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত।
বাংলাদেশে ব্যবসা বন্ধ করলে ভারতই ক্ষতিগ্রস্ত হবে: উপদেষ্টা সাখাওয়াত
ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা (আইডিআরডব্লিউ)-এর তথ্যমতে, বাংলাদেশ এ বছরের শুরুতে তুরস্ক থেকে ছয়টি ড্রোন সংগ্রহ করেছে। ডিফেন্স টেকনোলজির সূত্রে এ তথ্য জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।