স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ হেরে গেছে ভারতীয়রা। দলের হারের দিনেও অনন্য এক রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এদিন ক্যারিয়ারের ৫০০ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন রোহিত।
আন্তর্জাতিক ক্রিকেটে এটা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ও বিশ্ব ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। চোটের কারণে এদিন ওপেনিংয়ের পরিবর্তে ৯ নম্বরে ব্যাট করতে নামেন রোহিত। এই ম্যাচে পাঁচটি ছক্কা হাঁকিয়ে ৫০০ ছক্কার ক্লাবে প্রবেশ করেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার।
আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ ছক্কা মারার রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। ৫৩৩ ছক্কা হাঁকিয়ে শীর্ষে এই ক্যারিবিয়ান। রোহিতের পরেই আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ক্যারিয়ারে তিনি ৪৭৬ ছক্কা হাঁকিয়েছেন।
এ ছাড়া কিউই ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম ৩৯৮ ছক্কা, মার্টিন গাপটিল ৩৮৩ ছক্কা ও আরেক সাবেক ভারতীয় অধিনায়ক এমএস ধোনি ৩৫৯ ছক্কা হাঁকিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।