মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প একজন জনপ্রিয় সেলিব্রেটি। ইভাঙ্কার স্বামী জ্যারেড কুশনার একজন ব্যবসায়ী, উদ্যোক্তা ও খ্যাতনামা সেলিব্রেটি। ২০০৭ সালে ২৫ বছর বয়সে ইভাঙ্কা ও জ্যারেড এক অনুষ্ঠানে দেখা করেন। প্রথম দেখার পরেই তাদের হৃদয়ে একে অপরের প্রতি ভালোবাসার ফুল ফুটতে থাকে।
ইভাঙ্কা ট্রাম্প বলেন যে, জ্যারেড অত্যন্ত ঠান্ডা মাথায় সবকিছু মোকাবেলা করে। সে সহজে রেগে যায় না। তার মাথায় আকাশ ভেঙ্গে পড়লেও জ্যারেড নিজের মেজাজ নিয়ন্ত্রণ করতে পারে। তার এ স্কিল আমার সবথেকে বেশি প্রিয়। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে, জ্যারেডের সাথে আমার সর্ম্পক হয়েছে।
ট্রাম্প কন্যা মনে করেন ইভাঙ্কার মত ভালো মানুষ দুনিয়ায় খুব বেশি নেই। ২০০৮ সালে ধর্মকে কেন্দ্র করে ইভাঙ্কা ও জ্যারেডের মধ্যে সমস্যা তৈরি হয়। জ্যারেড একজন ইহুদি। অন্যদিকে ইভাঙ্কা খ্রিস্টান ছিলেন। এরপর ভালোবাসার টানে নিজের ধর্ম পরিবর্তন করেছিলেন ইভাঙ্কা।
২০০৯ সালে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। ২০১১ সালে ইভাঙ্কা কন্যা সন্তানের মা হােন। কুশনার ঐ কন্যার নাম রাখেন আরেবেলা রোজ। ২০১৩ সালে জোসেফ নামে এ দম্পতির পুত্র সন্তানের জন্ম হয়। ২০১৩ সালে নিজেদের ৩য় সন্তান থিওডোর জন্ম নিলে কুশনার ও ইভাঙ্কা উচ্ছ্বাস প্রকাশ করেন।
২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ী হওয়ার পর এ দম্পতি জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ত্বে পরিণত হন। তারা দুই জনেই হোয়াইট হাউসে সিনিয়র পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। ডোনাল্ড ট্রাম্প যতদিন ক্ষমতায় ছিলেন কুশনার ও ইভাঙ্কা তার পরিবার নিয়ে ওয়াশিংটনে ছিলেন।
ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী নির্বাচন নিয়ে ২০২০ সালে এ দম্পতি ক্যাম্পেইন পরিচালনা করেন। ২০২১ সালে কুশনারের জন্মদিন উপলক্ষে ইভাঙ্কা সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকার সময় ইভাঙ্কা ও কুশনারকে একসাথে দেশ-বিদেশে নানা রাষ্ট্রীয় সফরে মধ্যমণি হয়ে দেখতে পাওয়া যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।