Advertisement
বিনোদন ডেস্ক : বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তেলেগু সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা কাজল আগরওয়াল। গত আগস্টে বিলিয়নিয়ার ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে গোপনে আংটিবদলের খবর রটেছিল কাজল আগরওয়ালের।
কাজল মিস থেকে মিসেস হয়েছেন ৩০ অক্টোবর। সেদিন ভারতের স্থানীয় সময় রাত ৮টার পর মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তিনি।
তবে বিয়ের পর গৌতমের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন কাজল। ফ্যাশনবিষয়ক জনপ্রিয় সাময়িকী ভোগকে দেয়া এক সাক্ষাৎকারে কাজল জানিয়েছেন, বিয়ের আগে তাদের সাত বছরের বন্ধুত্ব ছিল। আর প্রেমের সম্পর্ক ছিল তিন বছরের।
২০০৪ সালে ‘কিউ! হো গায়া না…’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন কাজল আগরওয়াল। আর ২০০৭ সালে ‘লক্ষ্মী কালিয়ানাম’ সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় আত্মপ্রকাশ ঘটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।