জুমবাংলা ডেস্ক: ফেব্রুয়ারি মাসকে ভালোবাসার দিন হিসেবে চেনেন অনেকে। ১৪ ফেব্রুয়ারি সব যুগলরা মেতে ওঠেন দারুণ প্রেমে। তবে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয় অ্যান্টি ভ্যালেনটাইনস উইক। এই সপ্তাহের এক একটি দিন একেকটি ডে হিসেবে পালন করা হয়।
অ্যান্টি ভ্যালেনটাইনস উইক পালন করার নেপথ্যে কিছু কারণ রয়েছে। রোমান্টিক সম্পর্কে দীর্ঘদিন থাকার পর কোনো কারণে সম্পর্ক নষ্ট হলে মনখারাপ হয়। একবার মন ভেঙে গেলে তা খুবই দুঃখের। ভীষণ মনখারাপ থেকে অনেকে বাইরে বেরোনো বন্ধ করে দেন। কথা বলা বন্ধ করে দেন সবার সঙ্গে। তাদের কথা ভেবেই শুরু অ্যান্টিভ্যালেনটাইনস উইক। যারা এভাবে কষ্ট পেয়েছেন, তাদের জন্যই শুরু করা হয় এই বিশেষ সপ্তাহ। সপ্তাহের একেক দিন একেকটি ডে পালন করা হয়।
দেখে নেয়া যাক, এই সপ্তাহের কবে কোন ডে পালন করা হয়-
স্ল্যাপ ডে: প্রতি বছর ভ্যালেনটাইনস ডে-এর পরের দিন অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি স্ল্যাপ ডে পালন করা হয়। এদিন বিশ্বাসঘাতক প্রাক্তনকে চড় মেরেই বিদায় জানানো হয়।
কিক ডে: অ্যান্টি ভ্যালেনটাইনস সপ্তাহের দ্বিতীয় দিন কিক ডে। ১৬ ফেব্রুয়ারি এই দিন পালিত হয়। মন থেকে সব খারাপ লাগা ও নেতিবাচক মনোভাব আজ ত্যাগ করার দিন। সব পদাঘাত করে (কিক করে) দূর করার দিন এই দিন।
পারফিউম ডে: ১৭ ফেব্রুয়ারি পারফিউম ডে পালন করা হয়। এই দিন নিজেই নিজের প্রিয় বন্ধু হয়ে উঠুন। নিজের যত্ন নেবেন, এমনটাই প্রতিজ্ঞা করুন এই তারিখে।
ফ্লার্টিং ডে: এই দিন ভালো লাগার মানুষকে নিজের মনের কথা জানাতে পারেন। ১৮ ফেব্রুয়ারি তাকে একটু সাহস করে ফ্লার্ট করাই যায়।
কনফেশন ডে: প্রিয় মানুষের কোনো আচরণ বা অভ্যাস খারাপ লাগলে তাকে এই দিন জানাতে পারেন। ১৯ ফেব্রুয়ারি এই দিন উপলক্ষে মনের উষ্মা প্রকাশ করলে মনটাও বেশ হালকা হয়।
মিসিং ডে: ২০ ফেব্রুয়ারি পালন করা হয় মিসিং ডে। প্রিয় মানুষের স্মৃতি মাঝে মাঝেই ভাবায়। তার কথা মনে পড়ে। এই দিনটি সেই হিসেবেই পালন করা হয়।
ব্রেকআপ ডে: অ্যান্টিভ্যালেনটাইনস ডে-এর শেষ দিন হল ব্রেকআপ ডে। এই দিন খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে আসার দিন। অপ্রিয় সঙ্গীর সঙ্গে ব্রেকাপ করার দিন ২১ ফেব্রুয়ারি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।