জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে ৫ দিনের চলচ্চিত্র উৎসব। মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত এ উৎসবের শিরোনাম ‘আমার ভাষার চলচ্চিত্র’। ১৯তম আসরে মঙ্গলবার উৎসবের তৃতীয় দিনে প্রদর্শিত হয় আলমগীর কবিরের ‘পরিণীতা, ‘সি.বি. জামানের ‘পুরস্কার’, তানিম রহমান অংশু’র ‘ন ডরাই’ এবং হাসিবুর রেজা কল্লোলের চলচ্চিত্র ‘সত্তা’।
সিনেমার টিকেট হাতে দর্শকদের দীর্ঘ লাইন আর কোলাহল। না এ দৃশ্য কোনো প্রেক্ষাগৃহের নয় এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণের। যেখানে চলছে ৫দিনের চলচ্চিত্র উৎসব। আর তাই তো চলচ্চিত্রপ্রেমীদের আনাগোনা প্রাণ সঞ্চার করেছে আয়োজনে।
‘আমার ভাষার চলচ্চিত্র’ প্রতিপাদ্যে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ’ ১৯বারের মতো এ আয়োজনের উদ্যোক্তা। মঙ্গলবার উৎসবের তৃতীয় দিনে বিকেলে প্রদর্শিত তানিম রহমান অংশু’র ‘ন ডরাই’ উপভোগ করতে দর্শকদের সাথে শামিল হয়েছিলেন নির্মাতা-শিল্পী ও কলাকুশলীরাও। নিজেরা বিনিময় করেছেন নিজেদের কাজের অভিজ্ঞতাও।
উৎসবের চতুর্থ দিন বুধবার প্রদর্শিত হবে ঋতুপর্ণ ঘোষের ‘দোসর’, মৃণাল সেনের খারিজ, অঞ্জন দত্তের ‘ফাইনালি ভালবাসা’, আর নাসিরউদ্দিন ইউসুফের ‘আলফা’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।