Advertisement

জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে রোহিঙ্গা পলায়নের সহায়তাকারী ৬ রোহিঙ্গা দালালকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোমবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরপর মঙ্গলবার সকালে তাদেরকে ভাসানচর থানায় সোপর্দ করা হয়েছে।
আটকরা হলেন, আবু সাইদের ছেলে সাবের, ইয়াসিনের ছেলে জুবায়ের, দিল মোহাম্মদের ছেলে আবুল হোসেন, সিদ্দিকের ছেলে রফিক, জাকারিয়ার ছেলে জাহাঙ্গীর আলম ও হাবিবুল্লাহর ছেলে আবদুল গফফার।
ভাসানচর থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে কোস্টগার্ড, ভাসানচর থানার এসআই আবুল কালাম বাদী হয়ে মামলা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



