জুমবাংলা ডেস্ক : প্রেমের টানে ভাসুরের ছেলের হাত ধরে প্রকাশ্যে ঘর ছেড়েছেন দুই সন্তানের জননী আপন চাচি। মঙ্গলবার (০২ মার্চ) এমন ঘটনা ঘটেছে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া গ্রামে।
ওই গৃহবধূর প্রথম স্বামী মো. আব্দুল আলীম জানিয়েছেন, বিমানে চড়ে কক্সবাজার সমুদ্র সৈকতে হানিমুন করতে গেছেন তার স্ত্রী ও ভাতিজি। এদিকে, তিনি নিজের স্ত্রী ও তার ভাতিজার বিরুদ্ধে ধামরায় থানায় জিডি করেছেন।