জুমবাংলা ডেস্ক : মেহেরপুরে মহিলা পৌর কাউন্সিলরসহ ১৮ জন শিবির সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মেহেরপুর শহরের শেখ পাড়ার একটি ভাড়া বাড়ি থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, এসময় ১৪টি সাইকেল, তিনটি মোটরসাইকেল, বিভিন্ন ইসলামি বই, ক্যালেন্ডার, টাকা তোলার রশিদ জব্দ করা হয়। আটককৃতরা হলো, মেহেরপুর পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শিউলি আক্তার (৩২), মেহেদী হাসান (২২), সাখাওয়াত হোসেন (২২), সৈয়দ জোবায়ের হাসান (১৫), আব্দুল্লাহ (১৮), হৃদয় (১৫), মাসুদ (১৫), কামরুল ইসলাম নাহিদ (১৬), রাজু আহমেদ (২২), আবুল হাসান (২২), মাহাবুব (১৮), ইকবাল হোসেন (১৮), আবুল বাসার (২০), সাইদুল ইসলাম (১৯), রোমান (১৪), আবু জাফর (১৬), খালিদ সাইফুল্লাহ (১৮), আবুল বাসার (২০) ও আল সাইফ (১৬)।
এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার এস এম মুরাদ আলী। এ সময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সন্দেহজনক একটি বাড়ি ঘেরাও করে। পরে সেখানে অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনা চলাকালীন ১৮ শিবির সদস্যকে আটক করা হয়। আটক শিবির সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, মহিলা কাউন্সিলর শিউলি খাতুন দীর্ঘদিন ধরে ওই ভাড়া বাড়িতে বসবাস করে আসছে। বিভিন্ন সময় তার বাড়িতে শিবির সদস্যদের নিয়ে মিটিং হতো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।