বিনোদন ডেস্ক: ভিকি-ক্যাটরিনার বিয়ে এখন বলিউডে এখন টক অব দ্যা টাইম। গত ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছেন বলিউডের দুই তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বেশ গোপনীয় ভাবে রাজকীয় আয়োজনে বিয়ে সম্পন্ন করেন তারা। বিষয়টি এতটাই গোপনীয় ছিলো যে, বিয়ের আগমূর্হতেও বাইরের কেউ শতভাগ নিশ্চিত করে বলতে পারেনি, আদৌ তারা বিয়ে করছেন কিনা! ভিকি-ক্যাটরিনার বিয়ে নিয়ে সেই গোপনীয়তা নিয়েই টুইট করলো ভারতীয় পুলিশ।
দিল্লি পুলিশ তাদের টুইটারে মজা করে লেখে, ‘হে জনগণ, আপনার পাসওয়ার্ড ভিক্যাটের বিয়ের মতো সুরক্ষিত রাখুন।’
Hello people,
Keep your passwords as secure as #VicKat wedding.
— #DelhiPolice (@DelhiPolice) December 10, 2021
বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন নবদম্পতি। তাদের লেখায়ও পাওয়া যায় মিল। দুজনেই লিখেছেন, ‘যা আমাদের কাছাকাছি এনেছে, সেই সবকিছুকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই। এই নতুন পথে একসঙ্গে চলার জন্য সবার ভালোবাসা প্রয়োজন।’
বিয়েতে ডিজাইনার সব্যসাচীর পোশাকে সেজেছেন ক্যাটরিনা। ওয়েডিংয়ের প্রত্যেক ছবিই যেন আলাদা গল্প বলছে। মুগ্ধ হয়ে নতুন কনে ক্যাটরিনার দিকে তাকিয়ে সবাই! ক্যাটরিনার পরনের লাল লেহেঙ্গা, মাথার বিশেষ ওড়না, গলার কুন্দনের হার, হাতের কলিরে, চূড়া- সবই নজর কেড়েছে অনুরাগীদের।
ক্যাটরিনার মেহেদী রাঙা হাতের অনামিকায় ঝলমল করছে প্ল্যাটিনামের আংটি। সেটি তার ওয়েডিং রিং তা বলার অপেক্ষা রাখে না। এই আংটি ক্যাটরিনার হাতে পরিয়েই আজীবনের জন্য প্রেমের বাঁধনে বেঁধেছেন ভিকি। ফ্যাশন বোদ্ধাদের কাছে খুব পরিচিত এই প্ল্যাটিনামের আংটি। এমনই আংটি প্রিসেন্স ডায়নাকে পরিয়েছিলেন প্রিন্স চার্লস।
জানা গেছে, টিফানি অ্যান্ড কোংয়ের এই সোলেস্টে এনগেজমেন্ট রিংয়ের দাম ৯ হাজার ৮০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার দাম ৮ লাখ ৪২ হাজার ২৬২ টাকা (ডলার প্রতি ৮৫.৯৫ টাকা ধরে)। আংটির মাঝের নীল হীরাটি কুসন আকারের, চারপাশে ছোট ছোট সাদা হীরা দিয়ে মোড়ানো, যা তৈরি করে ইতালির বিখ্যাত এই সংস্থা।
অন্যদিকে টিফানি ক্লাসিক ওয়েডিং রিংয়ের কালেকশন থেকে পছন্দ করে ভিকির হাতেও আংটি পরিয়ে দিয়েছেন ক্যাটরিনা। সেই হীরার আংটির দাম ১ হাজার ৭০০ ডলার। অর্থাৎ ১ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা।
সূত্র: হিন্দস্তান টাইমস
সাবেক প্রেমিকা ক্যাটরিনার বিয়ের দিন সৌদি আরব গেলেন সালমান খান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।