জুমবাংলা ডেস্ক : প্রতারণার কত শত নতুন নতুন পথ যে আমাদের চোখের সামনে প্রতিনিয়ত উন্মোচিত হয়, তার ইয়ত্তা নেই। যে ভিখারি পঙ্গু নয় বলে ভিক্ষা করছিলেন, তিনিই ভিক্ষার ঝুলি নিয়ে এক যুবক দৌড় দেওয়ার পর ওঠে তার পেছনে দৌড়াতে লাগলেন। এমন দৃশ্যের অবতারণা এখনকার এই সমাজে আর দুর্লভ নয়।
সম্প্রতি একটি মজার ভিডিও টুইটারে শেয়ার করেছেন হর্ষ গোয়েঙ্কা নামের এক ব্যবসায়ী। টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে বলেছেন, ‘মিরাকেল হল..’।
দেখা যাচ্ছে রাস্তার মাঝখানে বসে একজন লোক ভিক্ষা করছে। সে হাঁটতে পারে না। একটা পা সাদা মোটা ব্যান্ডেজে বাঁধা বা প্লাস্টার করা। সেই পা দেখিয়ে ওই ভিখারি মানুষের থেকে সাহায্য চাইছেন। পথ চলতি অনেক মানুষ ওই ব্যক্তির অসহায় অবস্থা দেখে টাকা দিয়ে যাচ্ছেন। এমন সময় এক যুবক ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। সে ওই ব্যক্তির আকুতি শুনে এগিয়ে আসে। প্রথমে কয়েকটি নোট দেয় ভিখারিকে। তারপরেই ঘটে আসল চমক। ছেলেটি হঠাৎ ওই ব্যক্তির টাকার ব্যাগটি নিয়ে দৌড় দেয়। মজার ব্যাপার হলো এতক্ষণ ধরে যে ব্যক্তি পা ভাঙা দেখিয়ে রাস্তায় বসে ভিক্ষা করছিল, সে সঙ্গে সঙ্গে ওঠে দাঁড়িয়ে ওই যুবকের পেছনে ছোটে; যা দেখে সবাই অবাক হয়ে যায়।