Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : জনপ্রিয় জুপ অ্যাপের ভিডিও কলে ২০ জনের উপস্থিতিতে বাবাকে ছুরিকাঘাতে হত্যা করেছেন ছেলে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এমন ঘটনা ঘটেছে বলে আজ শুক্রবার সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
নিহত ওই ব্যক্তির নাম ডুইট পাওয়ার (৭২)। আর হত্যাকারী ছেলের নাম টমাস স্কুলি-পাওয়ার।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নিউইয়র্কের আমিতিভ্যালি থেকে টমাস স্কুলি-পাওয়ার জুম অ্যাপে ভিডিও কলটি করেন। তার বাবাকে হত্যার পর তিনি পালিয়ে গেলেও পরবর্তীতে তাকে আটক করেছে পুলিশ।
সাফলক কাউন্টি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, এই হত্যাকাণ্ডের পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো বলা যাচ্ছে না। আটককৃত ব্যক্তি সামান্য আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল থেকে ছাড়ার পরে আরও তথ্যের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।