মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলে ২৫টি টর্নেডো সৃষ্টি হয়। আকুওয়েদার নামের ওয়েবসাইটের বরাতে জানা গেছে, সেদিন ঘূর্ণিঝড় যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওকলাহোমা, কানসাস, মিসৌরিতে আঘাত হানে। এর মধ্যে একটি টর্নেডো ওকলাহোমার সালফারের কাছে সুগঠিত হয়ে ভয়াল রূপ ধারণ করে।
ক্যামরায় ওই টর্নেডোর ভিডিও ফুটেজ ধরা পড়েছে যা এককথায় অবিশ্বাস্য। মঙ্লবার ব্র্যন্ডন ক্ল্যামেন্ট তার নিজস্ব ড্রোনের মাধ্যমে এ দৃশ্য ধারণ করেছেন। এমন দৃশ্য সাধারনত খুব একটা দেখা যায় না।
ওয়াশিংটন পোষ্টকে তিনি জানিয়েছেন, এটা সৌভাগ্য যে, ওই টর্নেডো কোনো ক্ষতিসাধন করেনি। এদিকে, ওই ফুটেজ দেখে আবহাওবিদরাও তাদের বিস্ময় প্রকাশ করেছেন। টর্নেডোর গঠন প্রক্রিয়া বেশ জটিল। বিজ্ঞানীরা এখনও বিষয়টি সম্পূর্ণরূপে বুঝে উঠতে পারেননি। কিন্তু এটার গঠন প্রক্রিয়ার মূল বিষয়টি সহজবোধ্য।
এটা (টর্নেডোর গঠন প্রক্রিয়া) বুঝতে হলে আপনাকে মাটির কাছে অপেক্ষাকৃত ঠান্ডা, শুষ্ক ও আর্দ্র বায়ুর সান্নিধ্যে আসতে হবে। এ অবস্থায় উপরের স্থানের অপেক্ষাকৃত শুষ্ক এবং শক্তিশালী অনুভূমিক বাতাস ঘূর্ণায়মান হয়ে উল্লম্বভাবে প্রসারিত হয়ে যাবে। আর এ সময় বাতাস বিভিন্ন দিক ও উচ্চতায় বয়ে গেলে তা দানবীয় আকার ধারণ করবে। যাই হোক, টর্নেডো সবসময় দানবীয় রূপ ধারণ করে না। তবে গত মঙ্গলবার যে টর্নেডো দেখা গেছে তার সঙ্গে অন্য ঘূর্ণিঝড়গুলোর তুলনা চলে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।