ভিনভিউচার স্পেশাল পুরস্কার পেয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের জ্যেষ্ঠ বিজ্ঞানী ফেরদৌসী কাদরী। এ বছর একই পুরস্কার পেয়েছেন ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল জয়ী জেফরি ই হিন্টনসহ আরও অনেকে। ৬ ডিসেম্বর, শুক্রবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের হো হুওম অপেরা হাউসে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোট দুটি ক্যাটাগরিতে দেওয়া হয় এ পুরস্কার। একটি গ্র্যান্ড প্রাইজ, আরেকটি স্পেশাল প্রাইজ। ২০২৪ সালে বিশ্বের ৮০টির বেশি দেশ থেকে প্রায় দেড় হাজার ব্যক্তিকে এ দুই ক্যাটাগরিতে মনোনয়ন দেওয়া হয়। সেখান থেকে পাঁচ জনকে দেওয়া হয় গ্র্যান্ড প্রাইজ। আর স্পেশাল প্রাইজ দেওয়া হয় আরও তিনটি ক্যাটাগরিতে।
এর মধ্যে উন্নয়নশীল দেশের উদ্ভাবক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী ফেরদৌসি কাদরি। কলেরা, টাইফয়েড এবং হিউম্যান প্যাপিলোমাভাইরাসের (এইচপিভি) সুলভ মূল্যের টিকা উদ্ভাবনে অবদান রাখায় তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
গ্র্যান্ড প্রাইজ পাওয়া পাঁচ বিজ্ঞানীকে ৩০ লাখ মার্কিন ডলার ভাগ করে দেওয়া হবে। আর স্পেশাল প্রাইজ পাওয়া গবেষকদের দেওয়া হবে ৫ লাখ ডলার। গ্র্যান্ড প্রাইজ পেয়েছেন কানাডার কম্পিউটারবিজ্ঞানী অধ্যাপক ইয়োশুয়া বেনজিও, ব্রিটিশ কানাডিয়ান কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক জিওফ্রে ই হিন্টন (চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী), এনভিডিয়ার প্রধান নির্বাহী জেন-সুন হুয়াং, নিউইয়র্ক ইউনিভার্সিটির কুরান্ট ইনস্টিটিউট অব ম্যাথমেটিক্যাল সায়েন্সের অধ্যাপক ও মেটার ভাইস প্রেসিডেন্ট ইয়ান লেকুন ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের অধ্যাপক ফেই-ফেই-লি।
এ ছাড়া স্পেশাল তিন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে আরও কয়েকজন বিজ্ঞানী ও গবেষককে। ক্যান্সার ও অন্যান্য রোগের জন্য সিএআর টি-সেল থেরাপির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখায় উদীয়মান উদ্ভাবক হিসেবে বিশেষ পুরস্কার পেয়েছেন অধ্যাপক জেলিগ এশার, কার্ল এইচ জুন ও মিশেল সাদেলেন।
পলিমারিক বায়োম্যাটেরিয়ালস ডিজাইন এবং বায়োমেডিক্যাল অ্যাপ্লিকেশন পদ্ধতির জন্য নারী উদ্ভাবকদের মধ্যে বিশেষ পুরস্কার পেয়েছেন অধ্যাপক ক্রিস্টি এস আনসেথ। আর অন্যজন বাংলাদেশি ফেরদৌসী কাদরী।
ভিনফিউচার পুরস্কার একটি আন্তর্জাতিক পুরস্কার। বিশ্বের বিভিন্ন প্রান্তে উদ্ভাবন এবং প্রযুক্তিগত উন্নতিতে উৎসাহিত করে এটি। এতে এমন সব প্রকল্প এবং উদ্ভাবকদের স্বীকৃতি দেওয়া হয়, যারা সৃজনশীল সমাধান দিয়ে পৃথিবীকে আরও ভালো, টেকসই এবং সমতাভিত্তিক করে তুলতে কাজ করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।