Views: 1495

ক্যাম্পাস

ভিপি নুরের গ্রেফতারের দাবিতে অনশনরত ছাত্রী হাসপাতালে


জুমবাংলা ডেস্ক : ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর ও অন্য আসামিদের গ্রেফতারের দাবিতে অনশনরত ছাত্রী অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।


শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাবির ওই শিক্ষার্থী রাত ৯টার দিকে ঢামেক হাসপাতালে এসেছেন। তিনি এখন হাসপাতালের জরুরি বিভাগের ৩ নম্বর কক্ষে চিকিৎসা নিচ্ছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি সুস্থ আছেন।’

এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেন তিনি। এই সময় ছাত্রলীগের অন্তত ২০ জন নেত্রী তার সঙ্গে একাত্মতা জানিয়ে সেখানে অবস্থান নেন।


যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschoolআরও পড়ুন

‘নো মাস্ক নো এন্ট্রি’ জনসচেতনতায় হাবিপ্রবিসাস

mdhmajor

ধর্ম অবমাননার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে শোকজ

Saiful Islam

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অটোমেশন সফটওয়্যার উদ্বোধন

azad