জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ব্যক্তিগত মোটরসাইকেলের হেলমেট ডাকসু ভবনের সামনে থেকে চুরি হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু ভবনের সংগ্রহ শালার গেটের সামনে থেকে এ চুরির ঘটনা ঘটে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সিসি ক্যামেরার ভিডিও ফুটেজের কয়েকটি ছবি ভিপি নুর তার ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে শেয়ার দিয়ে বলেন, ‘গতকাল ডাকসুর সংগ্রহশালার গেটের কাছে রাখা আমার মোটরসাইকেলের হেলমেটটি নিয়েছে এই চোর। কেউ চিনতে পারলে চোরের পরিচয়টি তুলে ধরেন।’
সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায় সাদা শার্ট-কালো প্যান্ট পরা এক যুবক মোটরসাইকেলের পিছনে আটকানো থাকা হেলমেটটি নিয়ে যায়। সেখানে আরও কয়েকজনকে আড্ডা দিতে দেখা যায়।
এ বিষয়ে ভিপি নুরুল হক নুর বলেন, ‘ডাকসু ভবনের নিজ কার্যালয়ে আমি একটি সাক্ষাৎকার দিচ্ছিলাম। মোটরসাইকেলটি সংগ্রহশালার সামনেই রাখা ছিল। পাশে ছাত্রলীগের একটি মিটিং চলছিল। ভিড়ের মধ্যে থেকে কেউ একজন এ কাজটি করেছে। এটা কোনো পেশাগত চোরের কাজ নয়।’
https://www.facebook.com/nojor24/videos/675942049577891/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।